• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কমলনগরে জামায়াতে ইসলামীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি    ৭ আগস্ট ২০২৫, ০৮:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মানবসেবার মহৎ ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প। 

বৃহস্পতিবার (০৭ আগস্ট)  দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চর জাঙ্গালিয়া এস.সি. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। অভিজ্ঞ ৫ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ও প্রশিক্ষিত নার্সের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম গরীব ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই সেবা প্রদান করেন। 

এ ক্যাম্পে প্রায় ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, এবং চক্ষু পরীক্ষা সেবা দেওয়া হয়। তাছাড়া, ২৫০ জন রোগীকে চশমা বিতরণ করা হয় এবং ১৫ জন ছানি রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে, যাদের অপারেশন সম্পূর্ণ ফ্রিতে করা হবে বলে আয়োজকরা জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং হাজিরহাট ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আবদুল্লাহ মারজান রোম্মান, ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মিল্লাদ হোসেন, ডা. আবদুর রহমান এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়রা জামায়াতে ইসলামীর এমন ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের চিকিৎসা সেবায় এধরনের ক্যাম্পকে আলোকবর্তিকা বলে আখ্যা দেন। 

চোখ শুধু দৃষ্টির মাধ্যম নয়, এটি মানবজীবনের প্রতিটি ক্ষণকে অর্থবহ করে তোলে। একজন মানুষ দৃষ্টিশক্তি হারালে শুধু আলো নয়, হারিয়ে ফেলে আত্মবিশ্বাস, কর্মক্ষমতা এবং স্বাধীন চলাচল। বাংলাদেশে হাজার হাজার মানুষ চক্ষু সমস্যায় ভোগেন, যাদের অনেকেই আর্থিক কারণে চিকিৎসা নিতে পারেন না। তাই এমন ফ্রি চক্ষু ক্যাম্পগুলো শুধু চিকিৎসা নয়, আলো ফেরানোর প্রতিশ্রুতি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার ২ আসামী গ্রেপ্তার
বাঁশখালীতে যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার ২ আসামী গ্রেপ্তার
গৌরীপুর বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
গৌরীপুর বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ভৈরবে ট্রেনে হামলার বিচার দাবিতে আন্দোলন
ভৈরবে ট্রেনে হামলার বিচার দাবিতে আন্দোলন