• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই-আগস্টের গণআন্দোলনে প্রচারদল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে- আবদুস সালাম

   ৮ আগস্ট ২০২৫, ০৭:০৭ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি: সংগৃহীত

গণতন্ত্র রক্ষা করতেই হবে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, আমরা শপথ করছি- দেশে আর কোনো ফ্যাসিবাদ জন্মাবে না। ১৭ বছর ভোটাধিকার বঞ্চিত মানুষ এবার নির্বাচনে ভোট পাহারা দিতে প্রস্তুত। ষড়যন্ত্রকারীরা সফল হবে না। 

শুক্রবার (০৮ আগস্ট) শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী প্রচারদলের সাংগঠনিক সম্পাদক আর কে সবুজের দেশে ফেরা উপলক্ষে এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারের শ্রদ্ধাজ্ঞাপন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহীদ জিয়াউর রহমানের সাহসী ভূমিকা তুলে ধরে আবদুস সালাম বলেন, ১৯৭১ সালে যখন কেউ ছিল না, তখনই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। আজো দেশের মানুষ খুঁজছে সেই নেতৃত্ব যা আসতে পারে কেবল তারেক রহমানের হাত ধরেই।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আর কে সবুজ, দীর্ঘদিন প্রবাসে থেকে জাতীয়তাবাদের প্রচার ও আন্দোলনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনের সংবাদ প্রচারে, তার অবদান ছিল উল্লেখযোগ্য। প্রচারদলের সবুজ মালয়েশিয়া থেকে ফিরে এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই।

জাতির এই বীর মুক্তিযোদ্ধা বলেন, দেশের বাইরে ছড়িয়ে থাকা লাখো দেশপ্রেমিক জাতীয়তাবাদী কর্মী দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। সবুজ সেই সাহসী কণ্ঠগুলোর একজন।

এসময় উপস্থিত ছিলেন প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আকবর হোসেন, পাবনা পৌর বিএনপির আহ্বায়ক ডা. নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন
জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন
একটি পক্ষ সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করছে : সাকি
একটি পক্ষ সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করছে : সাকি
ভোটের জন্য বিএনপি ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে : আমির খসরু
ভোটের জন্য বিএনপি ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে : আমির খসরু