• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা ব্যর্থ: রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক    ৯ আগস্ট ২০২৫, ০১:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন বলেছেন, দলের বর্তমান সংকট ও ভাঙনের জন্য মূল দায়িত্বে থাকা নেতারাই দায়ী। তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির ১০ম জাতীয় কাউন্সিলে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন বলেন, ‌‘আমরা লক্ষ্য করেছি, পার্টি থেমে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে পড়ছে। কারণ, যারা মূল দায়িত্বে ছিলেন, তারা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। এই অবস্থায় আমরা কাউন্সিল আয়োজন করেছি, যাতে নতুন করে দলকে সংগঠিত করা যায়।’

তিনি আরও বলেন, ‘দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচন হবে কি না-এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে-ঘর থেকে বের হলে নিরাপদে ফিরতে পারবে কি না, সে নিশ্চয়তা নেই। ঠিক এই সময়ে আমরা কাউন্সিল আয়োজন করেছি, কারণ আমরা মানুষের ভবিষ্যৎ ও সম্ভাবনার কথা ভাবি।’

জাতীয় পার্টির এই কো-চেয়ারম্যান বলেন, ‘গত আট বছরে দলের কী অবস্থা ছিল, তা আমাদের নেতাকর্মীরা জানেন। তারা নিজেদের ঘাম, অর্থ, সন্তানের ভবিষ্যৎ বাজি রেখে দলকে টিকিয়ে রেখেছেন। তারা সুখে-দুঃখে পার্টির পাশে থেকেছেন। এখন সময় এসেছে দলকে সামনে এগিয়ে নেওয়ার।’

তিনি বলেন, ‘এই কাউন্সিল জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি জনগণের কাছে যাবে এবং আগের যেকোনো সময়ের চেয়ে ভালো করবে-এই অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।’

রুহুল আমিন আরও বলেন, ‘আল্লাহর রহমতে আমরা আবারও নতুন সম্ভাবনার পথে হাঁটছি। এই কাউন্সিলের মাধ্যমে আমরা অঙ্গীকার করছি-উপজেলা, ইউনিয়ন ও মহানগর পর্যায়ে দলকে সুসংগঠিত করব, ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, জাতীয় পার্টি মানবকল্যাণ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে। এটাই হোক এই কাউন্সিলের মূল অঙ্গীকার।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমার বিশ্বাস নির্বাচনে আ’লীগ অংশগ্রহণের সুযোগ পাবে: শেখ হাসিনা
আমার বিশ্বাস নির্বাচনে আ’লীগ অংশগ্রহণের সুযোগ পাবে: শেখ হাসিনা
বিএনপির সদস্য হতে পারবে না ফ্যাসিস্ট দলের দোসররা: রিজভী
বিএনপির সদস্য হতে পারবে না ফ্যাসিস্ট দলের দোসররা: রিজভী
ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণায় শেখ রবিউল আলম
ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণায় শেখ রবিউল আলম