• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাম্পের চাপে রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত?

আন্তর্জাতিক ডেস্ক    ৯ আগস্ট ২০২৫, ০৪:২৯ পি.এম.
ফাইল ছবি: এএফপি

মার্কিন ট্যারিফের প্রভাব সামলাতে ভারত হয়তো ধীরে ধীরে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কিছুটা শিথিল করতে পারে—এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। গত কয়েক বছরে রাশিয়া ভারতের প্রধান অপরিশোধিত তেল (ক্রুড) সরবরাহকারী দেশ হিসেবে গুরুত্ব বাড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের রাশিয়া সম্পর্কিত ‘পেনাল্টি’ আরোপের পেছনে এ কারণটিকেই উল্লেখ করা হয়।

তবে শুধু ভারত নয়, চীন ও তুরস্কও রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে থাকলেও তাদের ওপর ‘রাশিয়া পেনাল্টি’ আরোপ হয়নি।

লন্ডনের বিশিষ্ট থিংকট্যাংক চ্যাথাম হাউজের ড. চিতিজ বাজপাই বলেন, ভারত-রাশিয়ার সম্পর্ক এখন ‘ম্যানেজড ডিক্লাইন’ বা নিয়ন্ত্রিত অবনমনের দিকে এগুচ্ছে। শীতল যুদ্ধের সময়ের মতো যে স্ট্র্যাটেজিক গুরুত্ব ছিল, তা এখন নেই।

বিবিসিকে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের চাপের আগেই ভারত প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে। তেল আমদানিতে রাশিয়ার পাশাপাশি অন্য উৎস অন্তর্ভুক্ত করাও ভারতের পরিকল্পনার মধ্যে রয়েছে।

ভারতের শীর্ষ বেসরকারি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ নীলকান্ত মিশ্র স্মরণ করিয়ে দেন, তিন বছর আগে রাশিয়া থেকে তেল কিনে প্রতি ব্যারেলে প্রায় ২৫-৩০ ডলার সাশ্রয় হতো, যা এখন মাত্র তিন-চার ডলারে নেমে এসেছে। তাই রাশিয়া থেকে তেল আমদানি কমানো বা বন্ধ করলেও ভারতের অর্থনৈতিক ক্ষতি সীমিত হবে।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে বিস্তারিত আলোচনা করেছেন এবং ভারত-রাশিয়ার ‘বিশেষ সম্পর্ক’ ও ‘প্রিভিলেজড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ অটুট রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী মোদী আরও নিশ্চিত করেন, এ বছরই পুতিন ভারতে আসবেন। ফলে ভারত-রাশিয়ার বিশেষ সম্পর্ক কোনোভাবেই কমে আসছে না, এমন বার্তা দিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/ জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার