• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুম্বাইয়ে ধরপাকড়

১১২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক    ৯ আগস্ট ২০২৫, ০৬:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে পুলিশ। এই অভিযানের অংশ হিসেবে মুম্বাই ও আশপাশের এলাকা থেকে ১১২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গ্রেপ্তারকৃতদের প্রথমে পুনে শহরে নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর (IAF) একটি বিশেষ বিমানে করে তাদের আসাম-বাংলাদেশ সীমান্তে পাঠানো হয়। সেখান থেকে তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া ১১২ জনের মধ্যে ৯২ জনকে মুম্বাই শহর থেকে এবং বাকি ২০ জনকে মীরা-ভায়ান্দার ও থানে এলাকা থেকে আটক করা হয়। মুম্বাই পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শুধু গত বৃহস্পতিবারই ৯২ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। চলতি বছরে এ নিয়ে মুম্বাই থেকে মোট ৭১৯ জন বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হলো, যেখানে গত বছর এই সংখ্যা ছিল মাত্র ১৫২ জন।

পুলিশ জানায়, ১২ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে এসব অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪০ জন নারী, ৩৪ জন শিশু ও ১৮ জন পুরুষ রয়েছেন। তবে মীরা-ভায়ান্দার ও থানেতে আটক ২০ জনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

রাজ্য পুলিশের এক কর্মকর্তা জানান, এখন থেকে অবৈধ অভিবাসীদের আসাম-বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হবে, এবং এ প্রক্রিয়াটি ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিদেশি আইন, ১৯৪৬-এর ধারা ৩ (২)(সি) অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার