মিরপুরের উইকেট দেখে হতাশ সিমন্স, পরিবর্তনের ডাক বিসিবির


পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে জয় পেলেও মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে সন্তুষ্ট ছিল না বাংলাদেশ দল। উইকেটের আচরণ নিয়ে শুধু প্রতিপক্ষ কোচ ও অধিনায়কই নয়, অসন্তুষ্ট ছিলেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও।
শনিবার (৯ আগস্ট) বিসিবি বোর্ড সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমাদের প্রধান কোচ পাকিস্তানের বিপক্ষে সিরিজে উইকেট দেখে খুবই হতাশ হয়েছিলেন। কারণ, আমরা জানি-যেখানেই খেলতে যাব, তার আদর্শ প্রস্তুতি এখানে (মিরপুরে) হবে না। এজন্যই আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে খেলব, মিরপুরে নয়।’
তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও আমরা সিলেটে খেলেছি, যেখানে কন্ডিশন অনেকটা তাদের মতো ছিল। আমরা এখন আপস করতে চাই না। আমরা ভালো উইকেটে খেলতে চাই-even যদি তাতে চ্যালেঞ্জ আসে।’
ফাহিমের দাবি, এখনকার ক্রিকেটাররাও মিরপুরের ধীরগতির ও অসমান বাউন্সের উইকেট পছন্দ করেন না।
‘আমাদের ক্রিকেটাররা এখন মিরপুরের মতো উইকেটে খেলতে চায় না। দুই ওপেনার, যারা এখন আমাদের মূল শক্তি, তারাও চায় ব্যাটে বল ভালো করে আসুক, বাউন্স থাকুক, যাতে ব্যাকফুটে খেলা যায়।’
পাকিস্তান সিরিজ শুরুর আগেই নাকি ‘স্পোর্টিং’ উইকেট চেয়েছিলেন লিটনরা। ফাহিম বলেন, ‘অধিনায়ক লিটন সিরিজের আগেই বলে দিয়েছিল, ভালো উইকেটে খেলতে চায় দল। আমাদের মানসিকতায় পরিবর্তন এসেছে। এখন সময় হয়েছে সবাই মিলে এই পরিবর্তন গ্রহণ করার। তাহলেই দল ভালো করবে, আর দেশের ক্রিকেটও এগিয়ে যাবে।’
ভিওবি বাংলা/জা