• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১১০০ অস্ত্র উদ্ধার : ৯ দোকান কর্মচারী তিন দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক    ১০ আগস্ট ২০২৫, ০৭:৩৬ পি.এম.
ফাইল ছবি

রাজধানীর নিউ মার্কেট এলাকার দোকান এবং গুদাম থেকে বিভিন্ন ধরনের ১,১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনের মামলায় নয়জন দোকান কর্মচারীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (১০ আগস্ট) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাব তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (৯ আগস্ট) নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এ সময় এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত এই নয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিউমার্কেট থানায় অস্ত্র আইনে একটি  মামলা দায়ের করে পুলিশ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ব্যাখ্যা চাইলেন রেফাত আহমেদ
বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ব্যাখ্যা চাইলেন রেফাত আহমেদ
চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
ইনু-হানিফের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি আজ
ইনু-হানিফের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি আজ