রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে প্রধান উপদেষ্টা


তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে এই সফরে প্রাধান্য পাবে অভিবাসন ও বিনিয়োগ। পাঁচটি সমঝোতা স্মারক এবং হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা ও কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে তিনটি নোট বিনিময়ের সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, আন্তর্জাতিক বিশেষ দূত লুতফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।
১২ আগস্ট পুত্রজয়ায় দ্বিপাক্ষিক বৈঠক, সমঝোতা সই, সংবাদ সম্মেলন, রাষ্ট্রীয় ভোজ, ব্যবসায়িক ফোরাম ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি দেবে।
ভিওডি বাংলা/ আরিফ