• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি

ফেনী প্রতিনিধি    ১১ আগস্ট ২০২৫, ০৩:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ফেনীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি বাস্তবায়নে ছিল ফেনীর সিভিল সার্জন অফিস। সহযোগিতা করেছে নারী জাগো উন্নয়ন সংস্থা ও প্রতিভা যুব সংস্থা। আয়োজনে ছিলেন জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ফেনী।

আয়োজকরা জানান, রক্তদানের মাধ্যমে তরুণদের মানবসেবায় সম্পৃক্ত করা এবং স্বেচ্ছাসেবার চেতনা জাগিয়ে তোলাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। দিনব্যাপী কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ।

রক্তদান কর্মসূচির বক্তারা বলেন, সমাজের সকল শ্রেণির মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। এতে যেমন অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত রোগীরা জীবন ফিরে পায়, তেমনি নিয়মিত রক্তদান দাতার শারীরিক সুস্থতার জন্যও উপকারী।

সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা জানান, সময়মতো পর্যাপ্ত রক্তের যোগান নিশ্চিত করতে নিয়মিত রক্তদান অত্যন্ত জরুরি এবং এর মাধ্যমে অসংখ্য প্রাণ রক্ষা করা সম্ভব।

ভিওডি বাংলা/ জহির আদনান/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল