• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীর বেসরকারি হাসপাতালের পার্কিং থেকে ২ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ১১ আগস্ট ২০২৫, ০৩:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র‍্যাব কাজ করছে।

সোমবার (১১ আগস্ট) মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আফসানা।

তিনি বলেন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। মরদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে আশা করছি দ্রুত জানতে পারব। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) ভোরে প্রাইভেটকারটি হাসপাতালের ভেতরে ঢোকে এবং দুপুরে তাদের মরদেহ উদ্ধা করা হয়। একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল, আরেকটি গাড়ির পেছনের সিটে পড়েছিল। প্রাইভেটকারটির সিরিয়াল নম্বর ঢাকা মেট্রো ৩৬-৩৭৪৫। গাড়িটি ভোরে মেডিকেলের ভেতরে ঢোকে।

জানা গেছে, যে গাড়িতে মরদেহ দুটি পাওয়া গেছে তার মালিক উত্তরার বাসিন্দা জোবায়েদ আল মাহমুদ সৌরভ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী
কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী
১২ দিন পর খুলছে মাইলস্টোন কলেজ
১২ দিন পর খুলছে মাইলস্টোন কলেজ
ছাত্র সমাবেশ ও জনসভা: যানচলাচল নিয়ন্ত্রণে থাকবে পুলিশ
ছাত্র সমাবেশ ও জনসভা: যানচলাচল নিয়ন্ত্রণে থাকবে পুলিশ