• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কমেছে সরকার-বিএনপি-জামায়াতের

জনপ্রিয়তা বেড়েছে এনসিপির

নিজস্ব প্রতিবেদক    ১১ আগস্ট ২০২৫, ০৫:০৬ পি.এম.
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ও জামায়াতে ইসলামের জনপ্রিয়তা কমলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থন কিছুটা বেড়েছে। নতুন প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত 'বিআইজিডি পালস সার্ভে'-এর গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয়।

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ জরিপের মাধ্যমে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানার চেষ্টা করা হয়েছে।

জরিপটি ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত পরিচালিত হয়। এতে দেশের ৬৪ জেলার ৫,৪৮৯ জন নারী ও পুরুষ অংশ নেন। তথ্য সংগ্রহের মাধ্যম ছিল টেলিফোন। অংশগ্রহণকারীদের মধ্যে ৭০% গ্রাম এবং ৩০% শহরের বাসিন্দা। নারী ৪৭%, পুরুষ ৫৩%।

জরিপে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা কমেছে। আগস্ট ২০২৪-এ এই সরকারকে সমর্থন ছিল ৭৫% মানুষের। অক্টোবরে তা কমে হয় ৬৮%। জুলাই ২০২৫-এ তা আরও কমে দাঁড়ায় ৬৩%-এ।

আপনি কাকে ভোট দেবেন?—এই প্রশ্নে বড় পরিবর্তন দেখা যায়। ২০২৪ সালের অক্টোবরে বিএনপিকে ভোট দেওয়ার কথা বলেছিল ১৬.৩% মানুষ। জুলাই ২০২৫-এ তা কমে দাঁড়ায় ১২%-এ। জামায়াতের সমর্থনও কমে ১১.৩% থেকে ১০.৪%-এ।
 
জাতীয় নাগরিক পার্টি ২% থেকে বেড়ে ২.৮%-এ উঠেছে। জাতীয় পার্টি, ইসলামি দল এবং অন্যান্য দলের জনপ্রিয়তা কমেছে।
 
সবচেয়ে বেশি মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি—৪৮.৫%। আগের জরিপে এটি ছিল ৩৭.৬%। ভোট না দেওয়ার কথা বলেছে ১.৭%। ১৪.৪% কেউ নাম বলেনি। ৭০% মানুষ মনে করে নির্বাচন সুষ্ঠু হবে। ৫১% চায় আগে সংস্কার হোক। ৩২% চায় নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে হোক। আপনার এলাকায় কে জিতবে?” প্রশ্নে ৩৮% বলেছে বিএনপি, ১৩% জামায়াত, ৭% নিষিদ্ধ্ব আওয়ামী লীগ, ১% এনসিপি। ২৯% জানে না, ৯% উত্তর দেয়নি।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইজিডির ফেলো সৈয়দা সেলিনা আজিজ। তিনি বলেন, ‘বর্তমানে সমস্যার ধরণ বহুমাত্রিক এবং এই সমস্যায় অর্থনীতির একতরফা প্রভাব কমেছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমার বিশ্বাস নির্বাচনে আ’লীগ অংশগ্রহণের সুযোগ পাবে: শেখ হাসিনা
আমার বিশ্বাস নির্বাচনে আ’লীগ অংশগ্রহণের সুযোগ পাবে: শেখ হাসিনা
বিএনপির সদস্য হতে পারবে না ফ্যাসিস্ট দলের দোসররা: রিজভী
বিএনপির সদস্য হতে পারবে না ফ্যাসিস্ট দলের দোসররা: রিজভী
ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণায় শেখ রবিউল আলম
ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণায় শেখ রবিউল আলম