কালুখালীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শোক র্যালি ও মানববন্ধন


গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর কালুখালীতে শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টায় কালুখালী প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে সাংবাদিক তুহিনের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় কালুখালী প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত সকল সাংবাদিক কালো ব্যাজ ধারণ করে শোক র্যালি ও মানববন্ধনে অংশ নেন।
কালুখালী প্রেসক্লাবের সদস্য সচিব আবু সাঈদ মোল্লা'র সভাপতিত্বে সাংবাদিক মোখলেছুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক কালবেলা'র পাংশা প্রতিনিধি মো. শামীম হোসেন, দৈনিক সকালের সময় পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাস, বালিয়াকান্দির সাংবাদিক ওয়াজেদ আলী, কালুখালীর সাংবাদিক শহিদুল ইসলাম, আবু বক্কার সিদ্দিক বাবু, রাকিবুল ইসলাম, রাশেদুল হক রুমি, আনোয়ার হোসেন ও বোরহান উদ্দিন বিপ্লব প্রমুখ।
বক্তারা, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত গ্রেফতারকৃত আসামিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। কর্মসূচিতে কালুখালী প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ভিওডি বাংলা/ এমএইচ