• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকে ছাড় দেব না: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক    ১১ আগস্ট ২০২৫, ০৭:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মাদ আবদুল মোমেন বলেছেন, প্রথমত এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না, যার বিরুদ্ধেই অভিযোগ হোক। ইতোমধ্যে আপনারা হয়তো শুনেছেন, আমাদের উপদেষ্টাদের কথাও কেউ কেউ বলেছেন। সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা কাউকেই ছাড় দেব না। আমরা প্রত্যেকের দুর্নীতি, যদি অভিযোগ থাকে, অভিযোগ যদি সুনির্দিষ্ট হয়, আমরা তদন্ত করে একটা একটা করে দেখব। আমরা আমাদের কার্যক্রম আপনাদের সহযোগিতায় সঠিকভাবে চালিয়ে যাব বলে বিশ্বাস করি।

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ- হবে সোনার বাংলাদেশ’- এ স্লোগানে সোমবার (১১ আগস্ট) সকালে জয়পুরহাটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মাদ আবদুল মোমেন বলেন, সবার আগে নজর দিতে হবে দুর্নীতি দমন কমিশন অফিসের দিকে। আপনাদের আশপাশে যারা দুর্নীতি নিয়ে কাজ করছে- আমাদের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা, প্রথম কাজ হচ্ছে যেটা দেখা- আমরা দুর্নীতিগ্রস্ত কিনা? এটা যদি সফলতার সঙ্গে দেখতে পারেন তারপর আপনারা নিজেরা কতটা সফল হবেন- সে পরীক্ষা করতে পারবেন। সেবা প্রদানকারীর সংখ্যা কিন্তু খুব কম, গ্রহীতার সংখ্যাই বেশি। কিন্তু সমস্ত ক্ষমতা আবার যারা সেবা প্রদানকারী তাদের হাতে। যারা চাইলে কাজটা সহজ করতে পারেন, চাইলে কাজটি কঠিন করতে পারেন। আমি শুধু এটা বলি না যে, সবটা চাইলেই এই মুহূর্তে করতে পারব, তা নয়। অনেক বিষয় আছে যার সাথে মামলা মোকদ্দমা জড়িত। দুর্নীতি দমন যে একটা কঠিন কাজ, সেটা গণশুনানিতে উঠে আসে।

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক ও জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ
ঢাকায় জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে প্রধান উপদেষ্টা
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে প্রধান উপদেষ্টা
নির্বাচনের সময় পুলিশের কাছে বডি ক্যামেরা থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের সময় পুলিশের কাছে বডি ক্যামেরা থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা