• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পদ্মার পানি বেড়ে বিপাকে চরবাসী

   ১২ আগস্ট ২০২৫, ১০:০৯ এ.এম.
ছবি: সংগৃহীত

পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় রাজশাহীর বিভিন্ন চর প্লাবিত হয়েছে। এতে গবাদিপশু ও মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চরবাসীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।   

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৩৯ মিটার, যেখানে বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। অর্থাৎ বিপৎসীমার মাত্র ০.৬৬ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা বেড়েছে ০.১৭ মিটার।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই থেকে পদ্মায় পানি বাড়তে শুরু করে। এরপর কিছুটা কমলেও ৩১ জুলাই থেকে ফের পানি বাড়ার ধারা শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। এর ফলে চরখিদিরপুরসহ আশপাশের বিভিন্ন চর প্লাবিত হয়েছে।

চরখিদিরপুরের বাসিন্দা মাসুদ বলেন, ‌‘পানি অনেক বেড়েছে। চরগুলো পুরোপুরি ডুবে গেছে। আমরা গবাদি পশু নিয়ে লোকালয়ে চলে এসেছি। তবে এখন গোখাদ্যের সংকটে আছি।’

একই এলাকার রাকিব জানান,  প্রতিদিনই পানির উচ্চতা বাড়ছে। মানুষজন নৌকায় করে মালপত্র ও পশু নিয়ে লোকালয়ে যাচ্ছেন। কেউ আত্মীয়স্বজনের বাড়িতে উঠেছেন, কেউবা ভাড়া বাসায়। গবাদি পশু আছে এমন পরিবারগুলো সবচেয়ে বেশি কষ্টে আছেন। 

পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সহিদুল ইসলাম বলেন, ‘পদ্মার পানি অনেক চরে ঢুকে পড়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। বিশেষ করে গবাদিপশু নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ‘

পাউবো’র গেজ রিডার এনামুল হক জানান, সোমবার সন্ধ্যায় পদ্মার পানি ছিল ১৭ দশমিক ৩৯ মিটার, যা বিপৎসীমার মাত্র ০.৬৬ মিটার নিচে।

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টি-বাঁধে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে বাঁধের আশপাশ থেকে ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছে।

 

-ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
পাবিপ্রবি শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাবিপ্রবি শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত