• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ভোগড়া (গাজীপুর) প্রতিনিধি    ১২ আগস্ট ২০২৫, ১২:২১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রোয়া ফ্যাশন লিমিটেড-এর শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত জুলাই মাসের বেতন না পাওয়ায় শ্রমিকরা সকালেই আন্দোলনে নামে এবং একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শ্রমিকদের সরিয়ে দিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান,  শ্রমিকরা গত এক মাসের বকেয়া বেতনসহ কয়েকটি দাবিতে বিক্ষোভে নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত
রাজবাড়ীতে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
মহালছড়িতে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা
কালিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা