• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রে টার্গেট স্টোরে বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক    ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি টার্গেট স্টোরে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) হামলার ঘটনা ঘটে। অস্টিন পুলিশ এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানায়, ঘটনাস্থলে এখনও তদন্ত চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ অব্যাহত রয়েছে।  

অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি সেবা বিভাগ জানায়, তারা অন্তত চারজনকে সহায়তা দিয়েছে, যদিও তাদের অবস্থা বা পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

পুলিশ সন্দেহভাজনকে সাদা চামড়ার এক পুরুষ হিসেবে শনাক্ত করেছে, যার পরনে ছিল শর্টস ও হাওয়াইয়ান ফুলের প্রিন্টের শার্ট। হামলার পরপরই আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয়দের ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এই হামলা এমন সময় ঘটল, যখন স্কুল শুরুর আগে কেনাকাটার মৌসুমে দোকানগুলোতে ভিড় ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, টার্গেট স্টোরের পার্কিং লটে বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী ঘটনাস্থলে পৌঁছায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ