রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ কাটা পড়তে পারে


আয়কর রিটার্ন জমা না দিলে করদাতার গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য সরকারি সেবা সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা পেলেন কর কর্মকর্তারা। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় নতুন এই বিধান যুক্ত করা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, যাদের করযোগ্য আয় আছে কিন্তু নির্ধারিত সময়ে রিটার্ন জমা দেননি, কিংবা যাদের জন্য রিটার্ন বাধ্যতামূলক-তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া যাবে। ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য সেবা সংযোগ কেটে দেওয়া হতে পারে।
রিটার্ন না দেওয়ার ৫টি পরিণতি: আয়কর আইনের ২৬৬ ধারা অনুযায়ী জরিমানা, ১৭৪ ধারায় কর অব্যাহতির সুযোগ সীমিত হওয়া, মাসিক ২% হারে অতিরিক্ত কর, গ্যাস-বিদ্যুৎসহ অন্যান্য পরিষেবা সংযোগ বিচ্ছিন্নকরণ ও বেতন ও ভাতা পাওয়ায় জটিলতা।
কারা রিটার্ন দিতে বাধ্য
দুই শ্রেণির টিআইএনধারীর জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক: যাদের বার্ষিক করযোগ্য আয় সাড়ে ৩ লাখ টাকার বেশি ও যাদের জন্য আইন অনুযায়ী রিটার্ন বাধ্যতামূলক (বর্তমানে ৩৯ ধরনের সেবা পেতে রিটার্ন প্রমাণপত্র লাগে)।
রিটার্ন দাখিলের সময়সীমা ও পদ্ধতি
প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তি করদাতারা রিটার্ন জমা দিতে পারেন। এ বছর থেকে www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে পাঁচটি বিশেষ শ্রেণির করদাতা এতে অব্যাহতি পাবেন।
বর্তমানে দেশে ১ কোটি ১২ লাখ টিআইএনধারী থাকলেও রিটার্ন জমা দেন মাত্র ৪০ লাখ। গত বছর অনলাইনে রিটার্ন জমা দেন ১৭ লাখ করদাতা, যাদের ৭০ শতাংশের কর পরিশোধ করতে হয়নি।
ভিওডি বাংলা/ জা