• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় নির্বাচনে ১২ কোটির বেশি হতে পারে ভোটার সংখ্যা

নিজস্ব প্রতিবেদক    ১২ আগস্ট ২০২৫, ০৫:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটারের সংখ্যা দাঁড়াতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন (যাদের জন্মতারিখ ০১ জানুয়ারি ২০০৮ পর্যন্ত)।

মঙ্গলবার (১২ আগস্ট) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত এক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। সে সময় ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র ও ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি ভোটকক্ষ ছিল।

ত্রয়োদশ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি এবং ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি হতে পারে, যেখানে প্রায় ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন ভোটগ্রহণ কর্মকর্তার প্রয়োজন হবে।

পূর্বের মতো এবারও প্রয়োজনীয় সংখ্যার তুলনায় ১০ শতাংশ বেশি কর্মকর্তা প্যানেলে রাখা হবে এবং তাদের মধ্য থেকে প্রয়োজনীয় জনবলসহ ৫ শতাংশ অতিরিক্ত কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে মোট প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিতে হতে পারে।

-ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার