• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : পারভেজ

মাদারীপুর প্রতিনিধি    ১২ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ভিপি মাসুদ পারভেজ বলেছেন, মানুষের ভোটাধিকার বাস্তবায়ন ঠেকাতে অদৃশ্য শক্তি সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে।‘আসন্ন জাতীয় নির্বাচন খুব সহজ হবে না; বরং এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে। তবে বিএনপির সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই অর্জন হবে।’

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জয়াইর গ্রামের পর্বতবাগান দিঘীরপাড় এলাকায় অবস্থিত শ্রী শ্রী গণেশ পাগলের মন্দির ও রাধা কৃষ্ণ মন্দিরে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মূর্তি ভাঙচুর করেছে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল মঙ্গলবার (১২ আগষ্ট) বিকালে পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মাদারীপুর নাজিমউদ্দীন কলেজের সাবেক ভিপি ও জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ এসব কথা বলেন।

তিনি মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা করেন। এ সময় অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, “হিন্দু সম্প্রদায়ের পাশে অতীতের মতো ভবিষ্যতেও থাকবো এবং তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সবসময় কাজ করবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
পাবিপ্রবি শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাবিপ্রবি শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত