উপদেষ্টারা দুর্নীতির সাথে জড়িত থাকলে ছাড় পাবে না : দুদক চেয়ারম্যান


দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন বলেছেন, সরকারের আট উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতি’ অভিযোগের বিষয়টি পত্রিকায় এসেছে। সেটা আমাদের চোখে পড়েছে। এ সরকার সম্পর্কে ধারণা পাওয়া দরকার, এটা রাজনৈতিক সরকার নয়, অন্তর্বর্তী সরকার। এ সরকারের নেতৃত্বে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি একেবারেই দুর্নীতির বিপক্ষে একজন মানুষ। এটা যদি তার উপদেষ্টা পরিষদের কেউ হন, সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রংপুরে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ড. আব্দুল মোমেন বলেন, বিগত ১৬ বছরে ঠিকাদার, সরকারি অফিসের বস, সাংবাদিক, বাকি যারা অভিযোগকারী সবারই মুখ বন্ধ করে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। সুতরাং কোনো অভিযোগ আসেনি। এটাও কিন্তু হয়েছে। এটার সঙ্গে আমাদের সরকারের উচ্চ লেভেলের লোক জড়িত হয়ে পড়েন।
তিনি বলেন, যেহেতু এখন রাষ্ট্রের টাকা সাশ্রয় করা যাচ্ছে। আমাদের রাষ্ট্রের টাকা সাশ্রয় করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। এ ধারাবাহিকতা রক্ষা করতে হবে যাতে রাজনৈতিক সরকারের সময়েও সেটা জারি থাকে। কেউ কেউ আশঙ্কা করেন যে, রাজনৈতিক সরকার এলে আবার জানি কি হয়। আমরা অভ্যাস করে ফেলছি- আমরা যদি ভালো কাজ করতে পারি। তাহলে রাজনৈতিক সরকারের সময়েও এ ধারা রক্ষা করতে পারব। জোর গলায় বলতে পারব- আমরা খারাপ কাজ করব না।
দুদক চেয়ারম্যান বলেন, এটা রাজনৈতিক সরকার নয়। অন্তর্বর্তী একটা সরকারের নেতৃত্বে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আছেন। তিনি একেবারে দুর্নীতির বিপক্ষের একটা মানুষ। এটা যদি তার নিজের সভার বা উপদেষ্টা পরিষদের কেউ হন সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। আর আমাদের যে আইন এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
ড. মোমেন বলেন, একটা বিষয় আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যে অভিযোগ করব সেটি যেন সুনির্দিষ্ট হয়। আমরা যদি শুধু বলি তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ অংশগুলো যদি আমরা প্রমাণ করতে না পারি শেষ পর্যন্ত সেই অভিযোগ কিন্তু টিকবে না। এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধেও যদি অভিযোগ থাকে, সেটা যদি সুনির্দিষ্ট হয় আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন, সাংবাদিকরা এ সমাজের দর্পণ। আপনারা থ্রো করবেন আমরা এগুবো। আপনারা লক্ষ রাখবেন, আমরা যেন আমাদের কাজটাও ঠিকমতো করি। ঠিকভাবে না করতে পারলে এটার সমালোচনা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মো. আবু সাইমসহ প্রশাসনের কর্মকর্তারা।
ভিওডি বাংলা/ এমএইচ