• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ১১:০০ এ.এম.
ছবি: সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমা থেকে নৌকাসহ পাঁচ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি বঙ্গোপসাগরের মোহনা থেকে স্পিডবোটে করে সশস্ত্র অবস্থায় জেলেদের তুলে নিয়ে যায় তারা।

অপহৃত জেলেরা হলেন-মো. ইলিয়াস, তার দুই ছেলে আক্কল আলী ও নুর হোসেন, এবং একই এলাকার সাবের হোসেন ও সাইফুল ইসলাম। তারা সবাই সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

ইউএনও জানান, এখন পর্যন্ত জেলেদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিজিবির তথ্য অনুযায়ী, গত আট মাসে নাফ নদী সংলগ্ন এলাকা থেকে আরাকান আর্মি অন্তত ২৫১ জন জেলেকে অপহরণ করেছে। এর মধ্যে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অপহৃত হন ১৭৬ জন। তাদের মধ্যে প্রায় ২০০ জনকে বিজিবির সহায়তায় কয়েক দফায় উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে হাজার মানুষের যাতায়াত
কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে হাজার মানুষের যাতায়াত
তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই
তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই
সিরাজগঞ্জে র‍্যাবের ধাওয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জে র‍্যাবের ধাওয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু