• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ০১:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে উল্লাপাড়া রেলগেট এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ৯ বছর ধরে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মানের ডিপিপি অনুমোদন দিচ্ছে না সরকার। বার বার ডিপিপি সংশোধন করা হলেও অনুমোদন দেওয়া হচ্ছে না। ফলে ভাড়া ক্যাম্পাসে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের।

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে তারা এই রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন। 

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রেলের নিরাপত্তায় উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ অবস্থান নিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে। 

এই কর্মকর্তা বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস সকাল ৯টা ৩৯ মিনিটে, চিলাহাটি থেকে ঢাকাগামী ননস্টপ চিলাহাটি এক্সপ্রেস সকাল ১১টা ২৮ মিনিটে এবং ঢাকাগামী ননস্টপ কুড়িগ্রাম এক্সপ্রেস দুপুর ১টা ৪৭ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে অবরোধের কারণে বিপর্যয় ঘটতে পারে ট্রেনের শিডিউলে

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির অভিযাত্রা শুরু
কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটির অভিযাত্রা শুরু
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত