যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের সম্ভাবনা


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৩ আগস্ট) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বুধবার এ তথ্য জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে এক ভারতীয় কর্মকর্তার বরাতে জানা গেছে, সফর ও বৈঠক সংক্রান্ত সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলো সাধারণত তাদের সময়সূচি আগে থেকেই নির্ধারণ করে রাখে। সে অনুযায়ী ২৬ সেপ্টেম্বরের প্রাথমিক বক্তাদের তালিকায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীর নাম রয়েছে, যদিও তালিকাটি পরবর্তীতে পরিবর্তিত হতে পারে।
জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ চলতি বছরের ৯ সেপ্টেম্বর শুরু হবে। তবে রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিয়ে বার্ষিক সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোদীর সফরের প্রধান উদ্দেশ্য জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ হলেও, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য ও শুল্কসংক্রান্ত অমীমাংসিত ইস্যু নিরসনে ট্রাম্পের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে।
এ সম্ভাব্য সফরের খবরটি এমন সময় এসেছে, যখন সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখার জেরে দিল্লিকে ‘শাস্তি’ দিতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানানো হয়েছে। এতে করে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে, যা মার্কিন বাণিজ্য অংশীদারদের মধ্যে অন্যতম সর্বোচ্চ।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষি, দুগ্ধ এবং জ্বালানি খাত নিয়ে চলমান মতপার্থক্যের কারণে এর আগের পাঁচ দফা আলোচনা ফলপ্রসূ হয়নি।
এদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মঙ্গলবার জানিয়েছেন, সুইজারল্যান্ড ও ভারতের সঙ্গে বেশ কয়েকটি বড় বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, আগামী অক্টোবরের শেষ নাগাদ এসব আলোচনার একটি সফল পরিণতি ঘটবে।
ভিওডি বাংলা/জা