• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পঞ্চগড় সীমান্তে ২৩ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

হাড়িভাসা (পঞ্চগড়) প্রতিনিধি    ১৩ আগস্ট ২০২৫, ০৪:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৩ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ভারতের বিভিন্ন এলাকা থেকে আটককৃত এসব বাংলাদেশিকে বিএসএফ বড়বাড়ি বিওপির মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে ভোরে সীমান্তসংলগ্ন হাড়িভাসা বাজার ও জোতবাহাদিপাড়া এলাকা থেকে স্থানীয়রা ১৮ জন ও ৫ জনকে আলাদাভাবে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

আটকদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে। তারা সাতক্ষিরা, যশোর, নড়াইল ও লালমনিরহাট জেলার বাসিন্দা।

বিজিবির ঘাগড়া বিওপি ক্যাম্প থেকে তাদের থানায় হস্তান্তর করা হয়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। আপাতত স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।’

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, পুলিশের জিডির ভিত্তিতে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত তিন মাসে পঞ্চগড় সীমান্ত দিয়ে ১১ দফায় মোট ১৬৬ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ