কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার


অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের কৃষি খাত দখলে নিতে চাইছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, “আমেরিকানরা কৃষিতে জিএমও (Genetically Modified Organism) এনে ছাড়বেই। এরপর কোম্পানিগুলো এসে পুরো কৃষি নিয়ন্ত্রণ নেবে।”
বুধবার (১৩ আগস্ট) ঢাকায় জাতীয় প্রেস ইনস্টিটিউটে ‘নাগরিক উদ্যোগ’ আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। এতে আরও বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ, ড. মোশাহিদা সুলতানা, ডা. জাহেদ মাসুদ, গওহর নইম ওয়ারা ও সালাউদ্দিন বাবলু। মূল বক্তব্য উপস্থাপন করেন বরকত উল্লাহ মারুফ এবং কারিগরি দিক তুলে ধরেন সানিয়া রিড স্মিথ।
ফরিদা আখতার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কৃষিতে জিএমও আনার প্রবণতা স্পষ্ট। “ব্রাজিল ও জাপান অনুরোধ করে, কিন্তু যুক্তরাষ্ট্র বলে—কথা বলার সুযোগই নেই, মানতেই হবে। নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট একজন নাগরিক হিসেবে আমরা মেনে নিতে পারি না।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও আমদানি চাপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। “আমরা যদি বলি মাংস আমদানি করা যাবে না, তারা বলবে—এটি বিশ্ব বাণিজ্য সংস্থায় যাবে। এমনকি তারা ৩০ হাজার মওলানা পাঠিয়ে হালাল পদ্ধতিতে জবাই করেও মাংস পাঠানোর প্রস্তাব দিয়েছে।”
সভায় অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গোপন দ্বিপাক্ষিক চুক্তিগুলো প্রকাশ করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারত। এতে দেশে গোপন বাণিজ্য চুক্তির প্রথা বন্ধ হতো।
ভিওডি বাংলা/ আরিফ