• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাদাপাথর লুট: তদন্ত করে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ১০:৫৩ এ.এম.
ছবি: সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জ পর্যটন এলাকা থেকে সাদাপাথর লুটের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একে এম নূরুন নবী এ রিটটি দায়ের করেন।

রিটে বলা হয়েছে, সাদাপাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নির্দেশনা প্রদান করে আদালত। পাশাপাশি, ওই এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের আবেদনও করা হয়েছে।

এছাড়া রিটে প্রশ্ন তোলা হয়েছে, সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে একটি রুল জারির আবেদনও করা হয়েছে।

এদিকে, সাদাপাথর উদ্ধারে বুধবার মধ্যরাতে ভোলাগঞ্জ সড়কের প্রবেশমুখে যৌথবাহিনী অভিযান চালায়। বৈধতা যাচাই করে আমদানিকৃত পাথরবাহী ট্রাকগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে ট্রাকের কাগজপত্র পরীক্ষা করেন।

তবে চালকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকার পরও তাদের অহেতুক হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের দাবি, সঠিক তথ্য উদঘাটনে সংশ্লিষ্ট ক্রাশার মিলে অভিযান চালানো উচিত।

উল্লেখ্য, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন হয়েছে। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতেই দিনের আলোয় এসব পাথর তোলা হয়, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’
মুক্তিযোদ্ধাদের বয়সসীমা নিয়ে হাইকোর্টের রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট
মুক্তিযোদ্ধাদের বয়সসীমা নিয়ে হাইকোর্টের রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট
লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট
লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট