• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি    ১৪ আগস্ট ২০২৫, ০৩:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর নতুন ব্রিজের ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে তিনজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, যশোর থেকে ঢাকাগামী ‘রয়েল এক্সপ্রেস’ বাস এবং ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী ‘দর্শনা ডিলাক্স’ বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে একজন নারী ও দুই পুরুষ নিহত হয়েছেন। আহতদের মধ্যে কমপক্ষে ১৫ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‌‘তিনজন নিহত ও দুই বাসের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।’

ওসি মো. সালাউদ্দিন চৌধুরী আরও জানান, দুর্ঘটনার ঘটনাস্থলে এক নারী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুই পুরুষের মৃত্যু হয়। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি, বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুগঞ্জের ইউএনও এর বিরুদ্ধে ঘুস দাবির অভিযোগ
আশুগঞ্জের ইউএনও এর বিরুদ্ধে ঘুস দাবির অভিযোগ
আ.লীগের ক্লিন ইমেজের নেতারা মনোনয়ন পাবেন : জাপা
আ.লীগের ক্লিন ইমেজের নেতারা মনোনয়ন পাবেন : জাপা
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন