• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারীকে নগ্ন করে পেটানো

আইনশৃঙ্খলা নিয়ে ফাহাম আব্দুস সালামের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

সম্প্রতি এক নারীকে নগ্ন করে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনার বর্ণনা দিয়ে হতাশা ব্যক্ত করেন।

পোস্টে ফাহাম লিখেছেন, আজকে দেখলাম একটা মেয়েকে জনসম্মুখে উলঙ্গ করে পেটানো হচ্ছে। একটা ছেলেকে অ্যাপার্টমেন্টে কোপানো হচ্ছে (সম্ভবত মারাও গেছে)। আরেকটা জায়গায় দেখলাম রাস্তার মধ্যে অনেকে মিলে ২/৩ জনকে পেটাচ্ছে (ঠিক জানি না কেন)।

তিনি লেখেন, প্রতিদিনই এসব দেখি। কয়েকদিন আগে দেখলাম একটা মেয়েকে বেবি ট্যাক্সির ভেতরে হেনস্তা করা হচ্ছে। পেটানো হয়েছে কি না নিশ্চিত না।

ফাহাম আরও লেখেন, এট দিস রেইট—সেইদিন আর দূরে নাই যেদিন এই দেশের মানুষেরা জুলাই গণঅভ্যুত্থানকে ডিজওন করবে। মনটা ভেঙে যায় ভাই। কী আশা ছিলো আর কী দেখতে পাচ্ছি। একটা মেয়েকে রাস্তায় উলঙ্গ করে পেটানো হবে? এই আমার দেশ? আমরা কি আওয়ামী জাহেলিয়ার থেকেও নিচে নামবো?

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফজলুর রহমানের প্রতি ক্ষোপ প্রকাশ করলেন সারজিস
ফজলুর রহমানের প্রতি ক্ষোপ প্রকাশ করলেন সারজিস
ভয়াবহ বন্যার আশঙ্কা, ঝুঁকিতে ৩০ জেলা!
ভয়াবহ বন্যার আশঙ্কা, ঝুঁকিতে ৩০ জেলা!
বৃদ্ধা গোলাপীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
বৃদ্ধা গোলাপীর পাশে দাঁড়ালেন তারেক রহমান