আ.লীগকে রাজনৈতিক দল বলা যায় না : এ্যানি


বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি। স্বাধীনতার পর থেকে ফ্যাসিস্ট বর্বর কায়দায়, জুলুম-নির্যাতন ও জঙ্গি শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল। ফ্যাসিবাদী শাসকের দল আওয়ামী লীগ, এদেরকে রাজনৈতিক দল বলা যায় না।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
চৌধুরী এ্যানি বলেন, ১৫ আগস্ট, তার (হাসিনা) বাবাকে যারা হত্যা করেছে, সেই আলোচনার সুযোগ আজকে তারা পায়নি, পাচ্ছে না। কারণ, তারা মানুষের মনে দাগ কাটতে পারেনি, মানুষের হৃদয়ের আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা ও শেখ মুজিব পরিবার ছিল না।
তিনি বলেন, গত ১৭ বছর মা-বোনেরা পর্যন্ত নির্যাতিত হয়েছে। হাসিনা কাউকে ছাড় দেয়নি। কারণ, দেশের প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের প্রতি দরদ, এটা হাসিনা কখনো চিন্তা করেনি। হাসিনা বাংলাদেশে এসেছিল তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। এটা সাধারণ মানুষের সবসময় মুখে বলাবলি ছিল।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ