• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

বাজিতপুরে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দ্বি-বার্ষিক সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১৫ আগস্ট ২০২৫, ০৮:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কের নির্দেশনা উপেক্ষা করে কিশোরগঞ্জ জেলা বিএনপি কর্তৃক বাজিতপুর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা ও সম্মেলন প্রস্তুতি সভার আয়োজনের প্রতিবাদে বাজিতপুর উপজেলা বিএনপির একাংশের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১ টার দিকে বাজিতপুর উপজেলা সদরে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি'র সাবেক ১ নং সহ-সভাপতি মোঃ কাজল ভূঁইয়া।

জানা যায়, ২০২০ সালের ১০ ই মার্চ শেখ মুজিবুর রহমান ইকবালকে আহবায়ক করে ৮১ সদস্য বিশিষ্ট বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির গঠন করা হয়। 
দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাজিতপুর উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ এবং অবৈধ বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বক্তারা।

এ সময় তারা বলেন, কেন্দ্রীয় বিএনপি হতে ময়মনসিংহ বিভাগের সকল কাউন্সিল সম্পন্ন করার জন্য সমন্বয়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন কেন্দ্রীয় বিএনপি মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

গত ৫ ই জুলাই একতরফাভাবে বাজিতপুর উপজেলা বিএনপির কাউন্সিল আহ্বান করা হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং বেশ কয়েকটি দাবির স্বপক্ষে গত ২ জুলাই বাজিতপুর বাঁশমহলে প্রতিবাদ সভার আয়োজন করেছিল বিএনপির এই অংশটি।

আর সে সময় বিএনপির এই অংশের প্রতিাবাদের কারনে ঘোষিত কাউন্সিল স্থগিত ঘোষণা করে। তাদের সাথে সমন্বয়ের লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলা নেতৃবৃন্দ কয়েক দফা বৈঠকে মিলিত হন। বৃহত্তর দলীয় ঐক্যের স্বার্থে তারা সকল ইউনিয়নের পকেট কমিটি বাতিল করে উপজেলা বিএনপি আহবায়ক কমিটি ও তাদের সাথে সমন্বয় করে নতুন ইউনিয়ন কমিটি গঠন ও  প্রকাশ স্বচ্ছ ভোটার  তালিকা প্রণয়ের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠানের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তারা।

স্বৈরাচার সরকারের আমলের বাস্তবতায় এবং পরিবর্তীত পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ কমিটির অধীনে কাউন্সিল আয়োজনে তারা কিছু যৌক্তিক দাবি ও পরিবর্তনের মাধ্যমে কাউন্সিল আয়োজনে সম্মত হয়েছিলেন বলে দাবি তাদের।

২০২০ সালে গঠিত আহবায়ক কমিটির দ্বারা গঠিত ইউনিয়নের সকল পকেট কমিটি বাতিল, সম্মেলনের মাধ্যমে স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন, স্বচ্ছ ও প্রকৃত ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছিল বলে জানান বক্তারা।

এ সময়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় ও জেলা নেতাদের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক জেলা বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতাগণ উভয় পক্ষের তালিকা হতে নাম নিয়ে ভারসাম্যপূর্ণ ৭১ সদস্য বিশিষ্ট নতুন ইউনিয়ন কমিটির প্রণয়ন করার কথা। কিন্তু কেন্দ্রীয় বিএনপি নির্দেশ উপেক্ষা করে জেলা বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে নতুন ইউনিয়ন কমিটির অনুলিপি প্রদান না করে এবং তাদের সাথে আলোচনা ছাড়াই আবারো ২০ আগস্ট উপজেলা সম্মেলনের তারিখ ঘোষণা করেন।

এ সময় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা ও বর্তমান উপজেলা আহবায়ক কমিটি কাউন্সিলের নামে প্রহসন ও একতরফা নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ময়মনসিংহ বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি তারা অনুরোধ জানিয়ে বলেন, দলের ঐক্য ও শান্তির লক্ষ্যে বাজিতপুর বিএনপির বিবাদমান সকল পক্ষকে সমন্বয় করে একটি উৎসবমুখর কাউন্সিল আয়োজন করা হোক।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা বিএনপি'র সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির সম্মানিত সদস্য  জিএস মীর জলিল, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মোঃ কাইয়ুম খান হেলাল,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের জেলা কমিটির সহ-সভাপতি,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ শাহ আলম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
বাঁশখালীতে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
জয়পুরহাট ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৭
জয়পুরহাট ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৭
আখাউড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
আখাউড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন