রাজধানীতে আ'লীগ ও সংগঠনের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার


রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার ২ নম্বর পারুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শাওন (৪৮), রাজধানীর হাতিরঝিল থানার ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন (৬৩), বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. রাসেল হাওলাদার (৪৩), তেজগাঁও থানা ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল (২১), নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-ধর্ম সম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু (৩৮) ও সাতক্ষীরার আশাশুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ (৪৭)।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ারী থানাধীন ফোল্ডার স্ট্রিট এলাকা থেকে শফিকুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগ। একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মগবাজারে নিজ বাসা থেকে শেখ কবির উদ্দিনকে আটক করে ডিবি-মিরপুর বিভাগ। রাত ১১টায় হাতিরঝিল এলাকা থেকে রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করে লালবাগ বিভাগ।
একইদিন রাত ১১টা ৪৫ মিনিটে হাতিরঝিল এলাকা থেকে রাশেদুল হোসেনকে আটক করে ডিবি সাইবার টিম। রাত সাড়ে ১০টায় মোহাম্মদপুর এলাকা থেকে মনিরুজ্জামান বাবুকে গ্রেপ্তার করে ডিবি সাইবার উত্তর বিভাগ।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর থেকে শাহনেওয়াজকে গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও বিভাগ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিওডি বাংলা/ এমপি