যারা নির্যাতিত হয়েছেন তারা সম্মুখ সারিতে থাকবেন : রফিকুল ইসলাম


যারা নির্যাতিত হয়েছেন তারা সম্মুখ সারিতে থাকবেন। আর যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে নীরব ছিলেন তারা দ্বিতীয় সারিতে অবস্থান নিবেন। ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র উপজেলা শহর ও ইউনিয়ন পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচী উদ্বোধন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
শুক্রবার ( ১৫ আগষ্ট) বিকাল ৪ টায় পৌর অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।সভার সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা।
বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল,বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু,সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু,জেলা বিএনপির সদস্য সরদার এনামুল হক এলিন,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক এ্যাডঃ জহিরুল ইসলাম সুমন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রবিউল ইসলাম তুহিন, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আজাদুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অহিদুল ইসলাম বাদল,উপজেলা বিএনপির সহ সভাপতি এনায়েত করিম মিশু, সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান মল্লিক,মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউল কবির মিঠু, যুগ্ম আহবায়ক হাসিবুল হাসান সবুজ,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রাসেল, যুগ্ন-আহবায়ক বশির তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাব্বির আহমেদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল,জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক এনামুল হক সাজু, নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুজন খান, উপজেলা মহিলাদলের সভানেত্রী মনোয়ারা বেগম, পৌর সভানেত্রী হ্যাপী বেগম, পৌর সাধারন সম্পাদিকা মোসাঃ লাবনী আক্তার প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ