• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী

নিজস্ব প্রতিবেদক    ১৬ আগস্ট ২০২৫, ০৯:৩৪ এ.এম.
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-ছবি সংগৃহীত

সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ শনিবার (১৬ আগস্ট) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সারা দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। 

জন্মাষ্টমী উপলক্ষে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  

তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় উৎসব।সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শুভশক্তিকে রক্ষার জন্য অবিরত লড়াই করে গেছেন। শ্রীকৃষ্ণের দর্শন ও মূল্যবোধ কেবল সনাতন ধর্মাবলম্বীদেরই নয়, বরং মানবজাতির সকল শ্রেণিকে গভীরভাবে অনুপ্রাণিত করে।’

হিন্দু পুরাণ অনুযায়ী, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। বিশ্বাস করা হয়, পাশবিক শক্তি যখন সত্য, ন্যায় ও মানবকল্যাণকে বিপন্ন করছিল, তখন তার বিরুদ্ধে দাঁড়াতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। যুগে যুগে এমনভাবেই ভগবান মানুষের মাঝে আবির্ভূত হয়ে সত্য ও সুন্দরের জয় নিশ্চিত করেন।

জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নানা সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন দিনটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি চ্যানেলে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা।

এ উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। দুপুর ২টায় অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল, আর রাতে হবে শ্রীকৃষ্ণ পূজা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হজ প্যাকেজ ঘোষণা
বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হজ প্যাকেজ ঘোষণা