বাঁশখালীতে শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধনা


চট্টগ্রামে বাঁশখালীতে সামাজিক সংগঠন শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি সমমান পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠান করা হয়।
শুক্রবার(১৫ আগষ্ট) বিকেলে শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীলকূপ ঐক্য সংসদের সভাপতি আবছার উদ্দিন হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য ও চিটাগাং চেম্বার অব কমার্স এর পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।
উদ্বোধনী বক্তব্য রাখেন শীলকূপ ঐক্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন- বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মহিউদ্দীন সিকদার, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, চকরিয়া সিটি কলেজের প্রভাষক মোহাম্মদ কামাল উদ্দিন, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সুব্রত বিকাশ বড়ুয়া, চট্টগ্রাম অরবিট গ্রামার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ, শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শ্যামল কান্তি দেব, বাঁশখালী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম, সাংবাদিক শিব্বির আহমদ রানা, ব্যাংকার ইলিয়াছ বাবর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা মোরশেদ হাসান, যুবনেতা আব্দুল জব্বার, সাহাব উদ্দিন, আনোয়ার, জোবাইর, তারেক, রিফাত, শাহাদাত, দিদার, ইউনুছ, মোঃ মোরশেদ, সেফায়েত, মারওয়ান সহ প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ