• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আখাউড়ায় কেল্লা বাবার ওরষ সমাপ্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ১২:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের হাজার বছর প্রাচীন ব্রাহ্মণবাড়িয়ার গর্ব তিতাস নদীর পাড়ে অবস্থিত ৩৬০ আউলিয়ার অন্যতম পীর শাহ আহমেদ গেছু দারাজ উরফে কল্লা শহিদ ( র:) এর বার্ষিক ওরষ মোবারক কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আখেরি মোনাজাতের মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয়েছে গতকাল ১৪ আগস্ট রোজ বৃহস্পতিবার দিনগত রাত ১২:০১ মিনিটে।

এ সময় পীর সাহেবের কয়েক লক্ষাধিক ভক্ত ও আশেকানের সমাগম হয়। সন্ধ্যার পর থেকে মাজার এলাকায় দাড়ানোর তিল ঠাই ছিল না।

মাজার এলাকা পরিনত হয় জনসমুদ্রে, আখাউড়া বাইপাস, সড়কবাজার এলাকা যেন হয় মানুষের মিছিলের নগরীতে। আর জ্যাম তো ছিলই।

আর আষাঢ়ের বাদলের পরম স্পর্শের ছোঁয়ায় জন ও যানের মধ্যে চলে তীব্র প্রতিযোগিতার যুদ্ধ ।

এরপরও দূর-দুরান্ত থেকে আগত ভক্তরা দোয়া শেষ করে পরম আনন্দে যার যার যানবাহন যোগে নিজ গন্তব্যে রওয়ানা দেন।

উল্লেখ্য যে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের ও ক্ষমতার পালাবদলের কারণে এ ওরষ হতে পারে নি। তাই হয়ত এ বছর প্রচুর মানুষের সমাগম হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব
রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব
যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর
যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ