খালেদা জিয়ার জন্মদিনে শেকৃবিতে ছাত্রদলের দোয়া মাহফিল


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিল শেষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২নং গেটে গরিব ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আরফান আলীসহ সিনিয়র শিক্ষকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন শেকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. তারিফুল ইসলাম তারিফ, সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহিল কাফি, কৃষিবিদ মহতির হাসান অন্তর, কৃষিবিদ মো. মেসবাউল আলম, কৃষিবিদ জিব্রাইল শরীফ, কৃষিবিদ সোআইব ইসলাম, আব্দুল্লাহ আল মারুফ, কৃষিবিদ মো. মোরসালিন খন্দকার অনিক, কৃষিবিদ মো. ইমরান, মো. তাকরিম, মো. মারুফ হাসান, মো. রবিউল ইসলাম, মো. আতিকুর রহমান, মো. আরাফাত মিরাজ, মো. নাইমুর রহমান নিলয়, মো. সারোয়ার জাহান, মো. ফয়সাল অভি, মো. সোহেল রানা, ইব্রাহিম রাকিব, রাতুল হাসান রুম্মন, মো. সুজন প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ