• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যথা সময়েই নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না

নিজস্ব প্রতিবেদক    ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৬ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি-সংগৃহীত

দেশে যত বড় চাঁদাবাজই থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যথা সময়েই নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। কেউ প্রতিরোধ করতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।

তিন বলেন, প্রধান উপদেষ্টা যে মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না।

নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই মার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শনকালে দোকানিদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে পলিথিন ব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিষয়ে আসা নানা অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে কি না, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা