১০ হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা। ‘খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন’ এর আয়োজনে এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ১০হাজারেও বেশি শিক্ষার্থী । মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দিক থেকে এটি দেশের মধ্যে অন্যতম রেকর্ড।
উপজেলার ১০টি কেন্দ্রে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টা থেকে পনে বারোটা পর্যন্ত চলে এ মেধা বৃত্তি পরীক্ষা। ব্যতিক্রম বিষয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানান ৩১ দফা নিয়ে পড়াশুনা করে এর ইতিবাচক দিক সম্পর্কে বিস্তর অভিজ্ঞতা হয়েছে এবং রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ অনুন্য উচ্চতায় চলে আসবে।
পরীক্ষায় সেরা ১০ জনের জন্য এককালীন শিক্ষাবৃত্তিসহ অংশগ্রহণকারী সকলেই উপহার হিসেবে শিক্ষা সামগ্রী পাবেন ।
পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রের বাইরে অভিাবকদের ভিড়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছে। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়। নির্ধারিত ৩৫মিনিট পরীক্ষা শেষে হাসিমুখে শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হচ্ছে। এই পরীক্ষাকে ঘিরে কেন্দ্রের আশপাশে উৎসব মুখর পরিবেশ চোখে পড়ে।
শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে ৩৫০জন শিক্ষক, ৩০০ সেচ্ছাসেবকসহ পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে। আগামি ২০সেপ্টেম্বর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জল বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামতে ৩১দফা প্রণয়ন করেছেন। এই ৩১দফা বাস্তবায়নে কাজ করছেন খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন ভাই। তার এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তৃণমূল পর্যায়ের হাজার হাজার শিক্ষার্থী এই ৩১দফা সম্পর্কে জানতে পেরেছে।
কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও ফাউন্ডেশনটির চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন জানান, রাষ্ট্র মেরামতে এই ৩১দফা কী, কেন এবং কিভাবে বাস্তবায়ন করা হবে, বাংলাদেশ প্রেক্ষাপটে এই ৩১দফা কতটুকু কার্যকর ও বাস্তবসম্মত এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যেই এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভিওডি বাংলা/ এমএইচ