• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে গৃহবধূর মৃত্যু, স্বামী ‘পলাতক’

কুষ্টিয়া প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ০৪:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা। ওই গৃহবধূর তানিয়া খাতুন (১৬)। তার স্বামীর নাম জীবন হোসেন (২৪), যিনি ঘটনার পর থেকে ‘পলাতক’ রয়েছেন।

শনিবার (১৬ আগষ্ট) সকাল ১০ টার সময় শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্ৰামে এই ঘটনা ঘটেছে। জীবন হোসেন (২২) মির্জাপুর গ্ৰামের সাহেব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শুক্রবার রাতে কোন এক সময় তানিয়া তার স্বামীর বাড়ির ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে তার স্বামী জীবন ও তার মা বিষয়টা টের পেয়ে স্থানীয়দের খবর দিলে বিষয়টি সবাই জানতে পারে। থানা পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করতে গেলে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। 

তানিয়ার ফুফু রাজিয়া খাতুন বলেন , ৬ মাস আগে তাদের সম্পর্ক করে বিয়ে হয়‌ । বিয়ের পর থেকেই তানিয়াকে মারধর করতো জীবন। শনিবার সকালে শুনতে পেলাম তানিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জীবন ‘পরিকল্পিতভাবে’ তানিয়াকে পরিকল্পিত ভাবে করে’ হত্যা করে পালিয়েছে। আমরা এর বিচার চাই।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, “আমরা ‘ঘটনাস্থল’ থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। “এটি আত্মহত্যা, নাকি হত্যা, সেটি নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে নিহতের স্বামীকে এখনও পাওয়া যায়নি। তাকে খুঁজে পাওয়া পেলে ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব
রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব
যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর
যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ