• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৈয়দপুরে উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ০৫:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ও উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দের সাথে জরুরি মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট ) বিকেলে ( নীলফামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের জেলা কার্যালয় সৈয়দপুর অফিসে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায়, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ বাস ট্রাক এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, 
প্রধান বক্তা ছিলেন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহবায়ক ও বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হামিদ মিঠুল।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে ঢাকা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, মোঃ জোবায়ের জাকির, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আইন উপদেষ্টা এডভোকেট আল মাসুদ চৌধুরী (পিপি)।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ফেডারেশনের মাধ্যমে তাদের অধিকার আদায়ে যে কোনো সংগ্রামে প্রস্তুত থাকার পরামর্শ দেন আগামী দিনে সকল শ্রমিক দের একে অপরের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে পথচলার জন্য অনুরোধ করে তাদের বক্তব্য শেষ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির বেসিক ট্রেড ইউনিয়নের সকল জেলার নেতৃবৃন্দ জরুরী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব
রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব
যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর
যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সৈয়দপুরে পৌর কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ