• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টানা ৫দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক    ১৬ আগস্ট ২০২৫, ০৫:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী পাঁচদিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের কয়েকটি বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার  (১৬ আগস্ট)

ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার ( ১৭ আগস্ট)

রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (১৮ আগস্ট)

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (১৯ আগস্ট)

রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকায় দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (২০ আগস্ট)

রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যথা সময়েই নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না
যথা সময়েই নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না
সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে : আইন উপদেষ্টা
সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে : আইন উপদেষ্টা
মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা