• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনী পুলিশ লাইন্স স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ফেনী প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ০৮:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনী পুলিশ লাইন্স স্কুলে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে এই আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত ও শিক্ষাবৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ,নগদ অর্থ ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৮ জন জিপিএ-৫ এবং বাকিরা এ গ্রেড অর্জন করে। টানা চতুর্থবারের মতো শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলার পুলিশ সুপার ও স্কুলটির সভাপতি জনাব মোঃ হাবিবুর রহমান শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, বিদ্যালয়টিতে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় এবং শিক্ষার্থীরা নিয়মিত পড়ালেখায় মনোনিবেশ করায় এই অসাধারণ ফলাফল সম্ভব হয়েছে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে শৃঙ্খলা, সততা ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জনাব মোছাঃ আসমা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও ক্রাইম এন্ড অপস্ বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা জনাব মুঃ সাইফুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসকনের মিছিলে চিন্ময়ের মুক্তি দাবি, আটক ৬
ইসকনের মিছিলে চিন্ময়ের মুক্তি দাবি, আটক ৬
গোপালগঞ্জের বিএনপির সমাবেশে জনতার ঢল
গোপালগঞ্জের বিএনপির সমাবেশে জনতার ঢল
মানিকছড়িতে জন্মাষ্টমী উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা
মানিকছড়িতে জন্মাষ্টমী উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা