টপ নিউজ
দুপুরে ছাত্রদলের জরুরি মতবিনিময় সভা কেন্দ্রীয় কার্যালয়ে
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৫, ১১:১১ এ.এম.


ছবি: সংগৃহীত
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে তিন জেলা ও একটি মহানগর ইউনিটের সুপার ফাইভ নেতা এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দুপুর ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদী জেলা, টাঙ্গাইল জেলা, পটুয়াখালী জেলা এবং গাজীপুর মহানগর ইউনিটের সুপার ফাইভ নেতা ও দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এই জরুরি সভা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/জা