দৌলতপুরে বানভাসি ৫০০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নে ৫০০ জন বন্যা দুর্গত অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে।১কেজী মুড়ি ,১কেজী চিড়া,১ কেজী বিস্কুট, ওরস্যালাইন বিতরণ করেন বিএনপি নেতা আখতারুজ্জামান সজল। কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সহ -সম্পাদক মোঃ আখতারুজ্জামান সজল।
শনিবার (১৬ আগষ্ট) সকাল ১১ টার সময় পোল্টির মোড়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য, মোহাম্মদ নবাব আলী মাস্টার, দৌলতপুর কৃষক দলের যুগ্ম আহ্বায় বদরুজ্জামান রাজন সহ উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা।
কৃষকদল নেতা আখতারুজ্জামান সজল বলেন, বানভাসি ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যায় জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দেখা দিয়েছে তীব্র খাদ্য, ঔষধ ও বিশুদ্ধ পানি সংকট। এ অবস্থায় বন্যা কবলিত মানুষের পাশে আমি দাঁড়াতে পেরে আনন্দিত।এই মানবিক সহায়তা কার্যক্রম যতদিন বন্যা থাকবে ততদিন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
ভিওডি বাংলা/ এমএইচ