টানা ২ ম্যাচে উইকেটশূন্য সাকিব, ব্যাট হাতেও হতাশা


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক মৌসুমে এখনো নিজেকে মেলে ধরতে পারছেন না সাকিব আল হাসান। বল হাতে কাঙ্ক্ষিত ৫০০তম টি-টোয়েন্টি উইকেটের অপেক্ষা আরও দীর্ঘ হলো তার। টানা দ্বিতীয় ম্যাচেও উইকেটশূন্য থেকে গেলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। ব্যাট হাতেও ছিলেন বিবর্ণ।
বারবাডোজ রয়্যালসের বিপক্ষে ম্যাচে সাকিব বল হাতে দায়িত্ব পান ইনিংসের ১৫তম ওভারে। প্রথম তিন বলে মাত্র ২ রান দিলেও পরের তিন বলে চিত্র বদলে যায়। কুইন্টন ডি ককের একটি চার ও রভম্যান পাওয়েলের ছক্কায় ওভার থেকে আসে মোট ১৪ রান। এরপর আর বোলিংয়ে দেখা যায়নি সাকিবকে।
৪৯৮ উইকেট নিয়ে সিপিএল শুরু করেছিলেন সাকিব। তবে টানা দুই ম্যাচে উইকেট না পাওয়ায় ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার অপেক্ষা আরও বাড়ল তার।
ব্যাট হাতেও ভালো কিছু করতে পারেননি। ওপেনার জুয়েল অ্যান্ড্রুর বিদায়ের পর চার নম্বরে নেমে মুজিব উর রাহমানকে রিভার্স সুইপে চার মেরে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ৮ রানে একটি জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ১৩ বলে ১৩ রান করে মুজিবের বলেই লং অনে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন। আগের ম্যাচে করেছিলেন ১৬ বলে ১১ রান, ফলে এবারও উন্নতি হয়নি তার ব্যাটিং পারফরম্যান্সে।
তবে সাকিবের ব্যর্থতা ঢেকে দেন দলের অন্য সদস্যরা। ১৫১ রানের লক্ষ্য তাড়ায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন কারিমা গোরে। ১৯ ও ৩৭ রানে জীবন পাওয়া গোরে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৩ বলে ৬৪ রানে। ফ্যাবিয়ান অ্যালেনের একটি ছক্কা ও গোরের দায়িত্বশীল ব্যাটিংয়ে দুই বল হাতে রেখেই ৬ উইকেটে জয় পায় ফ্যালকনস।
সিপিএলের পরবর্তী ম্যাচে সোমবার ভোর ৫টায় মাঠে নামবে সাকিবের দল। সেখানে হয়তো মিলবে কাঙ্ক্ষিত সেই ৫০০ উইকেটের স্বাদ।
ভিওডি বাংলা/জা