জুলাই সনদের খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে: সালাহউদ্দিন


জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৭ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গত শনিবার খসড়া হাতে পেয়েছি। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই মতামত জানাবো।’ ‘আপাতত দেখে মনে হয়েছে, কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি’, যোগ করেন বিএনপি নেতা।
এদিকে প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘জুলাই সনদে ঐক্যের স্বার্থে বিএনপি ছাড় দিয়েছে। সহযোগিতা করেছে। এখন বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।’
জুলাই সনদকে সাংবিধানিক রূপ দিতে হলে পার্লামেন্টে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যারা নানা দাবি তুলে জলঘোলা করছে, পক্ষান্তরে তারা পতিত সরকারকে সহায়তা করছে।’
ভিওডি বাংলা/ এমএইচ