ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধিদল।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
বৈঠকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি অটুট সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বাংলাদেশে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।
ভিওডি বাংলা/ জা