• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে অটোচুরির অভিযোগ দেওয়ায় যুবকের আত্মহত্যার চেষ্টা

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ১৭ আগস্ট ২০২৫, ০৪:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের নিলামুরদ্দী গ্রামে অটোরিকশা চুরির অভিযোগে জনতার হাতে গণপিটুনির শিকার হয়ে এক যুবক বাসায় ফিরে বিষপান করে গুরুতর অসুস্থ হয়েছেন। আহত যুবকের নাম রনি মজুমদার (১৮), পিতা আলফু মজুমদার। বর্তমানে তিনি সাত দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ আগস্ট সকাল ৯টার দিকে একই ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামের অটোচালক মোকসেদ শিকদার (৫০) এর অটোর চাবি ছাড়াই কৌশলে গাড়িটি নিয়ে যায় রনি মজুমদার। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিকাল ৫টার দিকে শ্রমিক ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তি মোঃ পান্না হাওলাদার ইশিবপুর এলাকায় গাড়িটি দেখতে পান। পরে অটোরিকশাটি ফেরত আনা হলেও অভিযুক্ত রনি প্রথমে গাড়ি নেওয়ার কথা অস্বীকার করেন।

এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে ঘিরে চর-থাপ্পড় মারতে থাকে এবং চোখ উপড়ে দেওয়ার হুমকি দেয়। কবিরাজপুর নিউজ ২৪-এর সম্পাদক মোঃ মনির হাওলাদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে থামিয়ে দেন। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ”—এরপর রনিকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

বাসায় ফিরে রনি ঘাস মারা বিষ পান করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সাত দিন ধরে চিকিৎসাধীন থাকা রনির অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাজৈর থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অটোচুরির অভিযোগ এবং গণপিটুনির ঘটনায় সংশ্লিষ্টদের দায় নির্ধারণে প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় যুবদলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পন্ন
ভাঙ্গুড়ায় যুবদলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পন্ন
জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও
জবাবদিহিতামূলক প্রশাসন গড়তে চাই : সাভার ইউএনও
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা