• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বেসরকারি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ এই সপ্তাহেই

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পি.এম.
ছবি : ভিওডি বাংলা গ্রাফিক্স

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক ফল চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই দ্রুততম সময়ে নিয়োগের সুপারিশ প্রকাশ করা হবে।

সূত্র জানায়, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই নিয়োগ সুপারিশের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছিল এনটিআরসিএ। রোববার (১৭ আগস্ট) বিকেল ৫টার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান সেই অনুমোদন দেন। এ সময় বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান এবং এনটিআরসিএ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এখন বিষয়টি শিক্ষা উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন মিললেই ফল প্রকাশ করবে এনটিআরসিএ।

অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান বলেন, সাধারণত নিয়োগ সুপারিশে মন্ত্রণালয়ের অনুমোদন লাগে না। তবে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশ করতে হলে অনুমোদন নিতে হয়। সেই প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শুধু শিক্ষা উপদেষ্টার অনুমোদনের অপেক্ষা।

এনটিআরসিএ চেয়ারম্যান জানান, চলতি প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হবে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। তিনি বলেন, ‘সব প্রস্তুতি শেষ হয়েছে। খুব শিগগিরই নিয়োগের সুপারিশ প্রকাশ করা হবে।’

এর আগে, গত ১৬ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে মোট শূন্যপদ ছিল এক লাখ ৮২২টি। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা ছিল। ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ শেষে ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেন ৫৭ হাজার ৮৪০ জন প্রার্থী। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দের সুযোগ পান।

তবে শূন্যপদ লক্ষাধিক হলেও আবেদনকারীর সংখ্যা ৬০ হাজারেরও কম হওয়ায় প্রায় অর্ধেক পদ এবারও ফাঁকা থেকে যাবে। এনটিআরসিএ সূত্র জানায়, প্রথম ধাপে প্রায় ৪১ হাজার প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হবে।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে। তবে প্রথম ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে এনটিআরসিএকে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেওয়া হয়। এরপর থেকে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে সংস্থাটি। ষষ্ঠ বিজ্ঞপ্তি বাস্তবায়িত হলে এই সংখ্যা আরও বাড়বে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু
এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু
ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩শ’ শিক্ষার্থী
ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩শ’ শিক্ষার্থী
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ