• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনার ভাঙ্গুড়ায় ছিন্নমূল দুই নারীর লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ০২:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় সড়কের ওপর থেকে অজ্ঞাত পরিচয় দুই ছিন্নমূল নারীর লাশ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। একজনের বয়স আনুমানিক ৬৫ বছর, অপরজনের ৫০ বছর।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পৌরসভার চৌবাড়ীয়া সাহেব পাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই নারীর মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দুধের লরিচাপায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম দুটি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে চৌবাড়ীয়া সাহেব পাড়া এলাকায় পাকা সড়কের ওপর অজ্ঞাত ছিন্নমূল ওই দুই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় মুসল্লিরা। পরে বিষয়টি ভাঙ্গুড়া থানা  পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে পৌরসভার বড়াল ব্রিজ রেলস্টেশন এলাকায় ওই দুই নারী কে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, দুই নারী লাশ দেখে মনে হচ্ছে তারা ছিন্নমূল মানুষ। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। তাদের কাছে ভিক্ষার থলে ও খুচরা সামান্য কিছু টাকা পয়সা ছিল। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল